|
---|
শেখ আরেফুল তমলুক : “দি হিস্টোরিক্যাল জার্নি ওফ্মু গবেড়িয়া” কোরিওগ্রাফি সমীর পণ্ডা 28 শে মার্চ বৃহস্পতিবার মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ে NAAC এর আগমন উপলক্ষে হয়ে গেল হিস্টোরিক্যাল জার্নি অফ মুগবেড়িয়া শীর্ষক এক অনন্য তথ্যচিত্র নির্ভর উপস্থাপনা।
এই উপস্থাপনার মূল বিষয়বস্তু ছিল পূর্ব মেদিনীপুর এবং মুগবেড়িয়া, এই সাংস্কৃতিক উপস্থাপনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল এই কলেজের প্রাক্তন ছাত্র এবং নাট্যরত্নম উপাধি প্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সমীর পন্ডা মহাশয় কে। তার উপস্থাপনা এবং কলেজের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় জীবিত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর ও মুগবেড়িয়া নানা জানা- অজানা ঐতিহাসিক তথ্য।
পূর্ব মেদিনীপুর, খেজুরি সহ মুগবেড়িয়া নানা অজানা তথ্য সংগ্রহ করে তথ্যচিত্রটি তৈরি করেন গুরুদাস পন্ডা (রুদ্র) ও সমীর পন্ডা মহাশয়। সমকালীন নৃত্য ভাবনার সাথে ডঃ প্রসেনজিৎ ঘোষ ও প্রফেসর ইরানি চ্যাটার্জী ব্যানার্জির সাবলীল উপস্থাপনা দর্শকদের মন জয় করে। বিভিন্ন প্রাদেশিক নৃত্য ,সাঁওতাল নাচ, পুতুল নাচ দেশাত্মবোধক গানের উপর নৃত্য, সৃজনশীল নৃত্য ও সমসাময়িক নৃত্য ভাবনার মধ্য দিয়ে মুগবেড়িয়া কলেজের ছাত্র-ছাত্রীরা অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছে।
NAAC – এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আকবর আলি খাঁন খাঁন, অনিন্দিতা সিং ও বাদল কুমার সেন মহাশয়। এছাড়াও মুগবেড়িয়া কলেজের অধ্যক্ষ ডঃ স্বপন কুমার মিত্র মহাশয়, ডঃ কালিপদ মাইতি মহাশয়, ডঃ বিধান সামন্ত মহাশয় সহ আরো অনেক গুণীজনের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি গৌরবান্বিত হয়ে ওঠে।খবর সূত্রে সমীর পন্ডা আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানান যে , দেশাত্মবোধক গানের নৃত্যের মধ্য দিয়ে মেদিনীপুর ও মুগবেড়িয়া কলেজের ছাত্রছাত্রী ভাবনা জাগ্রত করতে এই প্রয়াস ৷