কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা আনন্দপুরে

 

    নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, পশ্চিম মেদিনীপুর: রবিবার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস দ্বারা আয়োজিত কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো কেশপুরের আনন্দপুরে। রাজ্যের তৃণমূল কংগ্রেসের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির রবিবারই ছিল প্রথম পর্যায়ের শেষ দিন । কেন্দ্রীয় সরকারের অন্যায় ভাবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ, দেশে বেকারত্বের অস্বাভাবিক বৃদ্ধি এদিনের বিক্ষোভ কর্মসূচির আলোচ্য বিষয় ছিল। এদিন কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন

     

    আজকের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, কেশপুরের রোবিনহুড তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ রফিক, কেশপুরের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আসিফ ইকবাল, মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি চিত্তরঞ্জন গড়াই, পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব শেখ ইমদাদুল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

    মহম্মদ রফিক বক্তব্য দিচ্ছেন

    এই সভা থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা কেন্দ্রের বিজেপি সরকারের বাংলার প্রতি বঞ্চনা এবং কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় সংস্থাগুলিকে বিক্রি করার তীব্র প্রতিবাদ জানান। এদিনের মিছিল ও প্রতিবাদ সভার বহর দেখে বিরোধীরা চিন্তিত।