|
---|
নিজস্ব সংবাদদাতা :বড়দিনের প্রাক্কালে মেদিনীপুর শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বড়কলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দমদমা এলাকাতে দুস্থ অসহায় আদিবাসী নারী পুরুষ শিশু নির্বিশেষে সকলের জন্য শুরু হলো বিনে পয়সার বস্ত্র প্রতিষ্ঠান, এই অনন্য উদ্যোগটি গ্রহণ করেছেন মেদিনীপুর শহরের সমাজসেবী সংস্থা ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশন,।
আজ বিকেল চার ঘটিকায় দমদমা গ্রামের বাসিন্দা ও ফাউন্ডেশন এর সদস্যদের উপস্থিতিতে প্রায় ১০০ জন পুরুষ মহিলা সহ শিশু এখান থেকে তাদের পোশাক সংগ্রহ করেন এই উদ্যোগ প্রত্যেক রবিবার চলতেই থাকবে, সংস্থার সভাপতি রাহুল কোলে আজ থেকে ঠিক এক বছর আগেই ব্যাঙাই গ্রাম থেকে এই মানবিক কর্মসূচি শুরু করেছে, উনারা এক বছর সাফল্যের সাথে এই কর্মসূচি চালিয়ে আজ বড়কলা গ্রামের দমদমা মাঠে এই আয়োজন এর শুভ সূচনা করেন।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর তথা মেদিনীপুর জেলার বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয় ওনার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, এছাড়া উপস্থিত ছিলেন শুভনীল সাউ, অভিষেক সিং, সুব্রত ঘোষ, দুই পুলিশ কর্মী শুভজিৎ পাত্র ও প্রভাত কামিল্যা, বিশিষ্ট শিক্ষিকা মধুশ্রী পাত্র, প্রমুখ।
সংস্থার সভাপতি রাহুল কোলে জানান আমরা এই আয়োজন সাফল্যের সাথে এক বছর অতিবাহিত করেছি এবং এখান থেকে বহু মানুষ এক বছরে বিভিন্ন সময়ে তাদের বস্ত্র সংগ্রহ করেছেন এই বছর আমরা বড়কলা গ্রামের প্রথম শুভ সূচনা করলাম।