ব্যাডমিন্টন খেলা বর্ধমান ইউনিভার্সিটির জিমনাসিয়াম হলে।

সেখ সামসুদ্দিন, ১৪ ডিসেম্বরঃ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সিনিয়র সিঙ্গলস র‍্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ আয়োজিত হয় বর্ধমান ইউনিভার্সিটির জিমনাসিয়াম হলে। পূর্ব বর্ধমান ব্যাডমিন্টন ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১১টা টিম অংশগ্রহণ করে। ২৪ ডিসেম্বর সকাল ১০টায় আম্পায়ার ও লাইন জাজদের লিখিত পরীক্ষা হয়। দুপুর ২টায় আম্পায়ার ও জাজদের নিয়ে সেমিনার করা হয়। বিকাল ৪টায় মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রাক্তন আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় ও অর্জুন পুরস্কার প্রাপ্ত রমেন ঘোষ, বিশেষ অতিথি প্রাক্তন উচ্চ পারফরম্যান্স ম্যানেজার ও সাই এনসিওই টপ্স পাতিয়ালা ডঃ বিশ্বনাথ সুন্দর, প্রাক্তন জাতীয় ব্যাডমিন্টন রেফারি অমলেন্দু চ্যাটার্জী, বর্ধমান ইউনিভার্সিটির টেবিল টেনিস কোচ অতনু বোস, বড়শুল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন সভাপতি মনোজ পাঁজা, ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন সভাপতি আশীষ মুখার্জী, এনআইএস কোচ সুহাস নাথ, পূর্ব বর্ধমান জেলা ও সদর দক্ষিণ মহকুমার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা এনআইএস কোচ ও স্পোর্টস মেডিসিন ডাঃ অরিন্দম বিশ্বাস, ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন আম্পায়ার পুষ্পেন্দু সামন্ত সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এদিনের খেলা পরিচালনা করেন ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন আম্পায়ার পুষ্পেন্দু সামন্ত, রেফারি সমেশ সরকার, ডিস্ট্রিক্ট লাইন জাজ মহেশ কর এবং শুভ বিশ্বাস। রাত ৮টায় প্রতিযোগিতা শেষ হয়। এই প্রতিযোগিতায় প্রথম সেমিফাইনালে শ্রেয়সী রুদ্র ১৫-১ ও ১৫-২ পয়েন্টে অদ্রীজা ঘোষকে পরাজিত করে ফাইনালে ওঠে এবং দ্বিতীয় সেমিফাইনালে প্রমীলা দাস ১৫/১৩ ও ১৫/০৭ পয়েন্টে সিঞ্জনা ব্যানার্জীকে পরাজিত করে ফাইনালে ওঠে। চূড়ান্ত প্রতিযোগিতায় শ্রেয়সী রুদ্র ২১/১১ ও ২১/৬ পয়েন্টে প্রমীলা দাসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।