|
---|
সেখ সামসুদ্দিন, ২৯ জানুয়ারিঃ শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ২ ডাকাতকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া ঐ দু’জন ব্যক্তির নাম অমিত বেত ও দীপ বেত। তাদের বাড়ি আসানসোলের করিয়াপট্টি এলাকায় বলে জানা যায়। মেমারির কুচুট রাজবাড়ী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আসে দুই ব্যক্তি। গোপন সুত্রে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পায় মেমারি থানার পুলিশ। পরপরই ডাকাতির ছক বানচাল করে তাদের হাতেনাতে ধরে। মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জীর বড় সাফল্য পরপর ডাকাত গ্রেপ্তার করা। মেমারি থানা এলাকা থেকে অসামাজিক কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়। ফলে সুদীপ্ত মুখার্জীর নেতৃত্বে পুলিশ বাহিনীর এই সফলতায় এলাকাবাসী খুশি।