|
---|
সেখ সামসুদ্দিন : আজ ২৯ জানুয়ারি শনিবার মেমারি থানার গন্তার এলাকায় চারচাকা ছোট হাতি গাড়ির সঙ্গে বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন এক ব্যক্তি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় গন্তারে একটি চারচাকা গাড়ির সঙ্গে অপর একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর জখম হন বাইক আরোহী। ওই ব্যক্তির নাম মনিরুল সেখ, বাড়ি কালীবেলে এলাকার নলসারা গ্রামে, বয়স ২৭ বছর। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় ওই চারচাকা গাড়িটি মেমারি থেকে সাতগেছিয়া যাচ্ছিল। অপরদিকে বাইকটি সাতগেছিয়া থেকে মেমারি আসছিল। গন্তারের কাছে হঠাৎই চারচাকা গাড়িটি এসে সজোরে ধাক্কা মারে ওই বাইকটিকে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে উপস্থিত চিকিৎসক তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।