|
---|
রহমতুল্লাহ,সাগরদিঘী : আগামী ১০ ই জুলাই পবিত্র ঈদুজ্জোহা উৎসব, আর এই ইদুজ্জোহা কে সামনে রেখে শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানাতে, অত্র থানার ভারপ্রাপ্ত অধিকারীক শ্রী সুমিত বিশ্বাস এর উদ্যোগে। ঈদের দিন মুসলিম সম্প্রদায়ের মানুষজন সকাল সকাল ঈদগাহ ময়দানে নমাজ আদায় করে আল্লাহর রাস্তায় পশু কুরবানী করে থাকে। এই বিষয়কে সামনে রেখে সন্ধ্যা ৫টার সময় সাগরদিঘী থানা প্রাঙ্গনে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ তরফদার SDPO জঙ্গীপুর, শুরজিৎ চ্যাটার্জী BDO সাগরদিঘী,এম এ সামীম BMOH সাগরদিঘী, প্রধান শিক্ষক তামিজউদ্দিন মল্লিক সহ সাগরদীঘির বিশিষ্ঠ ব্যাক্তিগন। এদিনের সভায় বিশিষ্টজনেরা বলেন ঈদের দিন পশু কুরবানী করার পর রক্ত মাংস যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে না থাকে এবং আড়ালে যেন কুরবানী দেওয়া হয়। পশাপাশি ঈদের দিন অনেক যুবক কে খুব জোরে বাইক চালাতে দেখা যায় সেদিকে প্রত্যেক সন্তানের অবিভাবকদের সচেতন থাকতে হবে, পবিত্র ইদুজ্জহা সকলেই আনন্দের সঙ্গে কাটান।