কেটলবলে আজ দেশকে স্বপ্ন দেখাচ্ছেন দক্ষিণ কলকাতার মেয়ে।

শেখ আব্দুল আজিম : ভারতের হয়ে নতুন ইতিহাস রচনা করলেন শিবানী আগরওয়াল্লা। ফ্রান্সে আয়োজিত IGSF কেটলবেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতলেন তিনি। শিবানী হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি IGSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন।
ভারতের অলিম্পিক্স সাফল্যের হাওয়ার মধ্যেই কলকাতার এক কন্যা খবরে! তাঁর নাম শিবানী আগরওয়াল। পেশায় চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হয়েও শিবানীর নেশা কিন্তু কেটলবল স্পোর্ট। ভিন ধারার এই খেলার সঙ্গে আজও অনেকেই পরিচিত নন। কেটলবল একপ্রকারের ভারোত্তন। আর এই খেলায় ‘সোনার মেয়ে’ শিবানী। কেটলবলে আজ দেশকে স্বপ্ন দেখাচ্ছেন দক্ষিণ কলকাতার মেয়ে।