তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর

মহম্মদ রিপন,মুরারই :

    তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছেন মালদা উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। নতুন বছরের শুরুতেই সেই খবরে শিলমোহর বসালেন সদ্য প্রাক্তন কংগ্রেস নেত্রী। সোমবার সরকারিভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি।মৃত সৈয়দ মোহাম্মদ নূর ও মৃত রুবী নূরের কন্যা , মওসুম বেনজির নূর লা মার্টিনের কলকাতা স্কুলে পড়াশোনা করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনী স্নাতক হন। ২009 সালে তিনি মায়ের মৃত্যুর পর সুজাপুর (বিধানসভা এলাকাথেকে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রাজনীতিতে প্রবেশ করেন । তার মা তিনবার এই আসন জিতেছিলেন।  তিনি পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি ছিলেন।  তারপরে, তিনি একই বছর মালদহ উত্তর (লোকসভা নির্বাচন) থেকে লোকসভা থেকে নির্বাচিত হন । এবার সেই মৌসুমী তৃণমূলের সদস্য হিসাবে তৃণমূলে যোগদান করলেন।