|
---|
খান আরশাদ,বীরভূম – রাজনগরের মালিপাড়া গ্রামে অবৈধ ওষুধ সহ গ্রেফতার ভুয়ো ডাক্তার। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের রাজনগর থানার পুলিশ রাজনগরের মালিপাড়া গ্রাম থেকে অবৈধ ওষুধ সহ এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করলো তার বাড়ি থেকে। অভিযোগ রাজনগরের মালিপাড়া গ্রামের সাধন সেন নামে এক ব্যক্তি অবৈধ ওষুধের কারবার করেন এবং নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছেন । অভিযুক্ত ওই ব্যক্তি জালিয়াতি করে অবৈধভাবে ওষুধের কারবার করে থাকেন। রাজনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাধন সেন নামে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে । তার বাড়ি থেকে বহু অবৈধ ওষুধ পুলিশ বাজেয়াপ্ত করে। কিভাবে অভিযুক্ত ওই ব্যক্তি অবৈধ ওষুধের কারবারের সঙ্গে যুক্ত এবং কোন চক্রের সাথে যুক্ত কিনা তা তদন্ত করছে রাজনগর থানার পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তিকে সিউড়ি বিশেষ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফজতের নির্দেশ দেন।