|
---|
নতুন গতি, কেশপুর: শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তৃতীয় স্থান অধিকার করবে। যে মানুষ একবার একটা দলের সঙ্গে বেঈমানী করে সে আবার অন্য দলের সঙ্গে বেঈমানী করবে । মানুষ গরু ছাগলকে ভোট দিবে তবুও বেইমান গদ্দার কে ভোট দেবে না। বিজেপি শুভেন্দু অধিকারীকে বাঘের মুখে ঠেলে দিয়েছে। ২০২১ সালের পর শুভেন্দু অধিকারীর স্থান কোথায় হবে সেটা সময় হলেই বুঝতে পারবেন। ২০২১ সালে হারার পর বিজেপি উনাকে আস্তাকুঁড়ে ফেলে দেবে।বিজেপিও জানে উনি নন্দীগ্রামে হারবে। কেশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শিউলি সাহার সমর্থনে এভাবেই শুভেন্দু অধিকারী বিরুদ্ধে বিষোদগার করলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু। এছাড়াও তিনি বলেন শুভেন্দু বাবুর জন্য আমার মায়া হচ্ছে, সেই দিনটার জন্য অপেক্ষা করছি যেদিন শুভেন্দু বাবু ক্ষমা প্রার্থনার চিঠি লিখে দিদির পিছন পিছন একবার নবান্ন আরেকবার কালীঘাট ঘুরবেন আর বলবেন দিদি আমাকে ক্ষমা করে দাও, কেশপুরে প্রচারে এসে এমনই মন্তব্য করলেন দেবাংশু ভট্টাচার্য। মঙ্গলবার বিকেলে কেশপুরের সাহসপুর অঞ্চলে তৃণমূল প্রার্থী শিউলি সাহার সমর্থনে তৃণমূল রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এক বিশাল রোড শো করেন। এদিন তিনি ছাড়াও আরো অনেক ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। এলাকার মানুষের আবেগ ছিলো চোখে পড়ার মত।