গলসিতে প্রতিবেশীর অণ্ডকোষ টিপে হত্যার চেষ্টা, ধৃত অভিযুক্ত প্রৌঢ়

নতুন গতি আজিজুর রহমান, গলসি, পূর্ব বর্ধমান : গলসির উচ্চগ্রাম থেকে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। তার বিরুদ্ধে অণ্ডকোষ টিপে মেরে ফেলার চেষ্টার অভিযোগে রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। ধৃত প্রৌঢ়র নাম বুধন বাগদি। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার উচ্চগ্রামের মাঝপাড়ায় তার বাড়ি। গত রবিবার ভোর রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ভারপ্রাপ্ত সিজেএম তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার ফের আদালতে পেশের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় উচ্চগ্রামের মাঝপাড়ায় মনসা ঠাকুর বিসর্জন ছিল। বিসর্জন চলাকালীন প্রতিবেশী মধু বাগদির উপর আচমকা হামলা চালায় বুধন ও তার এক সঙ্গী। মধুকে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মধু তার প্রতিবাদ করলে মধুকে লাঠি, রড প্রভৃতি দিয়ে মারধর করা হয়। সে মাটিতে পড়ে গেলে তাঁর অণ্ডকোষ টিপে ধরে থাকে বুধন। মধুর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাঁকে উদ্ধার করেন। পালানোর সময় তাঁর পকেটে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। গুরুতর জখম অবস্থায় মধুকে পুরষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওইদিন রাতেই তাঁর ছেলে মুক্তিপদ বাগদি ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।