পূর্ব বর্ধমানের বড়শুল কিশোর সংঘের ৩৭ তম শ্যামা পূজাতে বস্ত্র বিতরণ।

লুতুব আলি, বর্ধমান, ২৩ অক্টোবর : বর্ধমানের উপকণ্ঠে বর্ধমান ২ নং ব্লকের বড়শুল কিশোর সংঘের ৩৭ তম শ্যামা পূজার উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। ২৩ অক্টোবর সন্ধ্যায় শ্যামা পূজার মন্ডপ ও প্রতিমা উদ্বোধনের প্রাক্কালে সংঘের পক্ষ থেকে এলাকার ১০০ জন দুস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করা হয়। সংঘের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন পার্থ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছে গিয়ে নিশিথ কুমার মালিক বলেন, করোনাকে জয় করে মানুষ আলোর উৎসবে মানুষ রঙিন হয়ে উঠছেন। কৃত্রিম আতস বাজি ব্যবহার না করে প্রাকৃতিক সবুজ আতস বাজি ব্যবহার করার জন্য পরামর্শ দেন। সেভ লাইফ, সেভ ড্রাইভ এর মত জনসচেতনতা মূলক দিকগুলি ও আলোকপাত করেন। বর্ধমান মহিলা থানার আই. সি বনানী রায় সমস্ত কিছু অন্ধকার উচ্চারিত আলোর মধ্য দিয়ে দূরীভূত হওয়ার আহ্বান জানান। শ্যামা পূজা উপলক্ষে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে দলগত কুইজ প্রতিযোগিতা। এদিন সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে কোরাস নৃত্যানুষ্ঠান। পরিবেশনায় অনুপ্রেরণা নৃত্যশিক্ষা কেন্দ্র ও নটরাজ নৃত্যশিক্ষা কেন্দ্র। ২৭ অক্টোবর সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে স্থানীয় শিল্পী সমন্বয়ে একক নৃত্যানুষ্ঠান ও জি বাংলার সা রে গা মা পা চ্যাম্পিয়ন সংগীত শিল্পী সৌম্য চক্রবর্তী র সঙ্গীতা অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুন গোলদার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌভিক পান, বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, বড়শুল কিশোর সংঘের প্রাক্তন সম্পাদক সৌমেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীর দাঁ।