গলসিতে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন

আজিজুর রহমান, গলসি : গলসিতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হল। গলসি রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মোৎসব উদযাপন কমিটির পরিচালনায় গলসি হাইস্কুলে ওই জন্মদিবস পালন করা হয়। শুরুতেই  রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সুচনা করেন কমিটির সভাপতি বিধান চন্দ্র সানা। এরপরই অতিথি ও অন্যান্য বিশিষ্টজনেরা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জন্মদিনকে ঘিরে এদিন ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেন আয়োজকরা। বেশ কয়েকটি বিষয় নিয়ে  শতাধিক প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগীতার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের দের পুরস্কৃত করা হয়। এছাড়াও সকল প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি দিনটিকে ঘিরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। আয়োজকদের ওই কাজের প্রশংসা করেছেন অনেকে।