ধান্যশোলে শুরু হলো দুদিনের ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা,শালবনী,পশ্চিম মেদিনীপুর: যুব সমাজের মধ্যে খেলাধুলার আরও আগ্রহ বাড়াতে এবং ক্রীড়ামোদী দর্শকদের আনন্দ দিতে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ধান্যশোল সুপার ফাস্ট ক্লাবের উদ্যোগে শুরু হলো দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা ধান্যশোল কাপ-২০২১। মোট ১৬ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ফাইনাল খেলা হবে রবিবার। ফুটবলে কিক প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলার যুগ্ম ক্রীড়া সম্পাদক সন্দীপ সিংহ।

    উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ক্লাবের সভাপতি নিরঞ্জন মাঝি,সম্পাদক অজিত কুমার মাহাত,
    প্রাক্তন খেলোয়াড়, ভক্তিপদ মাহাত, অচলেশ মাহাত, অশোক মাহাত, অমিয় ভট্টাচার্য, বুলু মাহাত, গৌউর মাহাত, মদন মাহাত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন ধান্যশোল হাইস্কুলের সব্যসাচী ঘোষ,সুমনজিৎ দে,পার্থ দত্ত, সৌমেন মুর্মু প্রমুখ শিক্ষকবৃন্দ।খেলা দেখতে ভীড় জমিয়েছিলেন উৎসাহী দর্শকরা।