শিলিগুড়ির পুর নিগমের পক্ষ থেকে কবি স্মরন, বাঘাযতীন পার্কে আয়োজন বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের

নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিবস পালন করা হল।।আজ সকালে শিলিগুড়িতে প্রভাতফেরির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব ,ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সহ আরো বিশিষ্ট জনেরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন 162 জন শিল্পী। এদিন মেয়রের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ডেপুটি মেয়র সহ আরো অন্যান্য রা। আজ কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ বিকেল পাঁচটা থেকে বাঘাযতীন পার্কে আয়োজন করা হয়েছে এক বিশেষ বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।