|
---|
নিজস্ব সংবাদদাতা : মেয়র পদে শপথ নেবার আগে শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে মায়ের আর্শীবাদ নিলেন শিলিগুড়ির আগামীদিনের মেয়র গৌতম দেব।তিনি আজ সকালেই কালীবাড়িতে পৌছে যান মায়ের আর্শীবাদ নিতে।তিনি জানান আমি আমার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের আগে মায়ের কাছে আসি মায়ের আর্শীবাদ নিতে।এবং আমি প্রত্যেকটি কাজেই সফল হই।আমি আগামীতে শিলিগুড়ির মানুষের জন্য কাজ করতে চাই।শিলিগুড়িকে আগামীতে উত্তরবঙ্গের তিলোত্তমা বানানো আমার প্রথম কাজ বলে জানালেন গৌতম দেব।আমি আগামী 5বছরে শিলিগুড়ির জন্য কাজ করে যাব।