|
---|
মালদা, নতুন গতি, ১২ মে: শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের দীর্ঘদিনের দাবি মান্যতা দিয়ে এবার বিজ্ঞান বিভাগ চালু হলো মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত শীতলপুর উচ্চ বিদ্যালয়ে। স্বাভাবিকভাবেই খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। উল্লেখ্য ১৯২৮ সালের জানুয়ারী মাসে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়,পরে ১৯৬৮ সালে মাধ্যমিক এবং ২০০০ সালে উচ্চ মাধ্যমিক শুরু হয়, তবে উচ্চ মাধ্যমিকে শুধু কলা বিভাগ চালু ছিল। বিজ্ঞান বিভাগ না থাকার কারণে মাধ্যমিক পাস করে মেধাবী শিক্ষার্থীরা অন্য স্কুলে ভর্তি হতো। সে ক্ষেত্রে শীতলপুর এলাকায় অন্য কোন বিজ্ঞান বিভাগের স্কুল না থাকার কারণে বাড়ি থেকে অনেক দূরে পাড়ি দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা করতে হতো। একদিকে ছাত্র-ছাত্রীদের দীর্ঘ রাস্তা যাতায়াতের কারণে যেমন সময় ব্যয় হতো তেমনি নিরাপত্তা সমস্যায় ভুগতো অভিভাবকরা। সেই কারণেই অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে ওই স্কুলে বিজ্ঞান বিভাগ চালু করা যায়।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল ১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য,ডেপুটি ম্যাজিস্ট্রেট সোমনাথ মান্না,খরবা -১ সার্কেলের এস আই দেবলীনা ধর,খরবা -২ সার্কেলের এস আই নারায়ণ কুমার দাস,চাঁচল সার্কেলের এস আই পলাশ রায়, তুলশীহাঁটা সার্কেলের এস আই মাসুদ করিম হাসান, প্রাক্তন শিক্ষকগণ সহ বিশিষ্টজনেরা।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সাহেনুর হক বলেন, আমরা অনেক খুশি,আশা করছি যে সমস্ত মেধা ছাত্রীরা বিজ্ঞান বিভাগ নিয়ে স্কুলে ভর্তি হবে তাদের যথোপযুক্ত পরিষেবা এবং গাইড দিতে পারব। এছাড়াও তিনি জানান বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শ্রেণিকক্ষ না থাকার জন্য এক একটি কক্ষে দুটো করে ল্যাবরেটরি তৈরি করতে হয়েছে। শ্রেণীকক্ষের সমস্যা মিটে গেলে আমরা সর্বোৎকৃষ্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করবো।