শিলিগুড়িতে ভ্যাপসা গরমে লেবু বিক্রি হচ্ছে ১০ টাকা পিস করে

শিলিগুড়ি: শিলিগুড়িতে চড়া দামে বিক্রি হচ্ছে লেবু।একটি লেবু বিক্রি হচ্ছে দশ টাকা যেখানে তিনটি লেবু বিক্রি হচ্ছে 25টাকা করে।শিলিগুড়ির সব বাজারে চড়া দাম লেবু র,যেখানে গন্ধরাজ লেবুও বিক্রি হচ্ছে প্রতি পিস নটাকা করে।শিলিগুড়ির বিধান মার্কেট,হায়দারপাড়া এবং সুভাষপল্লীতে লেবুর আগুন দাম।

    কেন এত দাম লেবুর?জানা গেছে উত্তরবঙ্গে লেবু মালদা ছাড়াও আসে মধ্যেপ্রদেশ এবং পুনে থেকে।সেখান থেকেই লেবু আসছে কম এবং প্রতি ট্রাক লেবুর দাম প্রায় তিনগুন হয়ে গেছে।তাই আমরা বাধ্য হচ্ছি লেবুর দাম বাড়াতে,জানালেন বিক্রেতারা।এই গরমে যারা লেবু খেতে পছন্দ করেন তারা বাজারে লেবু কিনতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন।কোন কোন জায়গায় একটি গোল লেবু বিক্রি হচ্ছে প্রায় 12টাকায়।শোনা যাচ্ছে এখনই দাম কমছে না লেবুর। ব্যাবসায়ীরা অবশ্য এর অনেকটা দায় ঘাড়ে চাপিয়েছেন পেট্রোল এবং ডিজেলের মুল্যবৃদ্বির উপরে।তাই এখনই দাম কমে যাবে লেবুর এই আশা রাখছেন না সাধারন মানুষ।