|
---|
উত্তরবঙ্গ: “চলো যাই দার্জিলিং “গত তিন দিন ধরে দার্জিলিং এর পর্যটকের সাথে যুক্ত ব্যাবসায়ীরা এই sloganতুলছেন।আর এতেই কেল্লা ফতে।পর্যটকদের ঢল নেমে গেছে পাহাড়গুলিতে।
আগামী জুলাই মাস পযর্ন্ত দার্জিলিং এর হোটেলগুলিতে জায়গা নেই।বহু পর্যটক দার্জিলিং এর হোটেল গুলিতে জায়গা না পেয়ে ডুয়ার্সে এবং মিরিকে যাচ্ছেন।তবে শৈলশহর বলে কথা।হোটেলে জায়গা না পেয়ে টাকা দিয়ে “এক সপ্তাহের অতিথি “হিসাবে থাকছেন পাহাড়ের কোন বাসিন্দাদের বাড়িতে।যাদের আগের থেকেই দার্জিলিং ঘোরা এবং পরিচিতি আছে তারা যোগাযোগ করে কোন বাসিন্দার ঘরে সাতদিনের জন্য থেকে যাচ্ছেন।তবুও ছাড়া যাবে না দার্জিলিংকে,তাই এই ভ্যাপসা গরমে পাহাড়ের কোলে দুই থেকে তিনরাত থাকতে বহু পর্যটকই চলে আসছেন।”যা হয় হবে এই মনোভাব নিয়ে।
জনপ্রিয় এই শৈলশহরে আসছেন দেশী থেকে বিদেশী বহু মানুষ।শুধু একবার ঘুরে যাবার জন্য।গোটা দার্জিলিং এখন পর্যটকে ভরা।টাইগার হিল থেকে ম্যাল লোকে লোকারন্য,এই ভরা মরশুমে ভীড় শুনেও কোন দিকে না তাকিয়ে চলে আসছেন দার্জিলিং অনেক পর্যটকই।এত ভীড় প্রমান করে দিল সারা বিশ্বের মাছে দার্জিলিং শহরের জনপ্রিয়তা।