সাংবাদিকরা শুধু সংবাদ সংগ্রহ বা সংবাদ পরিবেশনই করেন না। তাঁদের সামাজিক দায়বদ্ধতাও থাকে

সাংবাদিকরা শুধু সংবাদ সংগ্রহ বা সংবাদ পরিবেশনই করেন না। তাঁদের সামাজিক দায়বদ্ধতাও থাকে

    নতুন গতি,ওয়েব ডেস্ক:

     সংবাদ সংগ্রহ বা সংবাদ পরিবেশনই করেন না। তাঁদের সামাজিক দায়বদ্ধতাও থাকে।সামাজিক নানা কাজে তাঁরা করে থাকেন।যেকোনো সামাজিক কাজ করতে তাঁরা পিছপা হন না।আজই পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের নন্দীগ্রামের সাংবাদিক রাহুল রায় তিনি একজন মানসিক ভারসাম্যহীন মানুষ যার নাম অম্বু শেখ বাড়ি পূর্ব বর্ধমানে হাটু দেওয়ান তাঁকে তিনি কাটোয়া স্টেশন থেকে ট্রেনে বর্ধমানে আসেন এবং সেখান থেকে তাঁকে ইকো রিক্সা করে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।

    রাহুলবাবুর এই উদ্যোগকে টোটো চালক ও সাধারণ মানুষেরা সকলেই সাধুবাদ জানিয়েছেন।