|
---|
রাহুল রায়, নতুন গতি,কাটোয়াঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত দোনা গ্ৰামের দোনা অবৈতনিক প্রথমিক বিদ্যালয়ের ছাত্রী প্রদীপ্তা মন্ডলের জন্মদিন পালন করা হলো। বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল ও করুই গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান দীপালী কর্মকার মন্ডলের মেয়ে প্রদীপ্তা মন্ডলের ৮ তম জন্মদিন পালন করা হলো। বিদ্যালয়ে প্রদীপ্তা কেক কেটে তার মা বাবা,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রীদের কেক খাওয়ালেন। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,মেঝিয়ারী চঞ্চলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা অনুসূয়া ঘোষ,দোনা অবৈতনিক প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত দাস, বিদ্যালয়ের শিক্ষিকারা,ছাত্র ছাত্রীদের অভিভাবকরা,বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য দুপুরে মধ্যাহ্নভোজ আয়োজন করা হয়। আজকের খাবারের মেনু ছিল বেগনি,ফ্রাইরাইস,মটরপনি,ভাত,ডাল,দুইরকম তরকারী,মাছ,মাংস,চাটনি,পায়েস, পাঁপড়,মিষ্টি। পিন্টুবাবুর এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন গ্ৰামবাসীরা।