|
---|
নতুন গতি ডেস্ক : কোভিড-১৯ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। যতদিন যায় করোনা মহামারী বিশাল আকার ধারণ করে সাধারণ মানুষগুলোকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করে তুলেছে। সারাবিশ্ব তথা ভারতবর্ষ যখন জবুথবু তখন বিভিন্ন সরকারি সাহায্যের পাশাপাশি সাধারণ সহৃদয় কিছু মানুষ বিভিন্ন রকম ভাবে পরিষেবা প্রদান করে চলেছেন।
উল্লেখ করা যায় উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা,সমাজসেবী জনাব এ কে এম ফারহাদ বিভিন্ন রকম ভাবে লকডাউন পরিস্থিতির মধ্যে সহ সারা বছরই বিভিন্ন জনপরিসেবা প্রদান করে চলেছে। তিনি নিজ উদ্যোগে দুস্থ মানুষদের হাতে মাক্স, স্যানিটাইজার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। একদিকে যেমন খাদ্যসামগ্রী তিনি পৌঁছে দিচ্ছেন ঠিক তেমনি নিজস্ব দল গঠন করে করোনা রোগীদের বাড়িতে বাড়িতে ঔষধ পত্রাদি পৌঁছে দিচ্ছেন এবং যদি কেউ সমস্যার সম্মুখীন হয় তিনি কার্পণ্য না করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং এলাকার প্রশাসনিক আধিকারিক সঙ্গে যোগাযোগ রেখে সুচিকিৎসার বন্দোবস্ত তিনি করছেন। রবিবার এরকম এক পরিস্থিতির মধ্যে এম্বুলেন্স সহযোগে একজন রোগীকে তিনি তার নিজস্ব নির্বাচনী কেন্দ্র দেগঙ্গার ৩৬ নং জেলা পরিষদের অন্তর্গত এলাকার রাস্তায় ঔষধ পত্রাদি নিজে গিয়ে পৌঁছে দেন এবং সব রকমের সাহায্যের আশ্বাস দেন।
ফারহাদ সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করার কথা সব সময় বলেন এবং আমরা তারই কথাই অনুপ্রাণিত হয়ে সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে চলেছি। বর্তমান সময়ে প্যানডেমিক পরিস্থিতি চলছে এর জন্য আমাদের সবাইকে একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং সাহায্যের হাত না বাড়িয়ে দিলে মানবসমাজ কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে। তাই আমরা মানব সেবার মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং আমি আপামর জনগণের কাছে আহবান করব আপনারা যে যেখানে আছেন মানুষের পাশে দাঁড়ান এবং এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সবাইকে মাক্স, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। সবাই সবাই কে সরকারি বিধি-নিষেধ মেনে চলার জন্য ফারহাদ সাহেব আহ্বান করেন।