|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, রবিবার রাত সাড়ে নটা নাগাদ কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতাল করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি । কোভিড থেকে সেরে উঠলেও পরবর্তীকালে আমার করোনা আক্রান্ত হয়। পোস্ট কোভিদ কম্প্লিকেশন এ তার বেশ কিছু সংক্রমণ ধরা পড়ে। দীর্ঘদিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন । গত সপ্তাহ থেকে অতি সংকটজনক পরিস্থিতি ছিলো তাঁর। এদিন তার মৃত্যু হয়।
অঞ্জন বাবু প্রিন্ট ডিজিটাল মিডিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর সম্পর্কে ভাই হয় অঞ্জন বন্দ্যোপাধ্যায়