ভোট গননার দিন থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার হল বুদবুদে

আজিজুর রহমান : গলসি ১ নং ব্লকের বুদবুদের জাতীয় সড়ক সংলগ্ন একটি হোটেলের কাছাকাছি জায়গা থেকে উদ্ধার হল এক ব্যক্তির মরদেহ। মৃত ব্যাক্তির নাম চাঁদ বাউরী। বয়স ৪৭ বছর। তিনি গলসি ১ নং ব্লক ও গলসি থানার পোতনা গ্রামের বাসিন্দা। ঘটনায় পরিবারের লোকেরা খুনের অভিযোগ তুলেছেন। তবে খুন কিনা দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহটি পরে থাকতে দেখে সোমবার সকালে স্থানীয়রা খবর দেয় বুদবুদ থানায়। বুদবুদ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে দূর্গাপুরের বিধাননগর হাসপাতালে পাঠায়। মৃতের জামাই শিশিকান্ত বাউরী জানান, ভোট গননার আগের রাতে তৃণমূলের লোকজন চাঁদকে নিয়ে গিয়েছিল বুদবুদে। তিনি সাধারন দিনআনা খেটে খাওয়া মানুষ ছিলেন। রাতে সবার সাথে সেখানকার একটি লজে ছিল। তারপর সকালে ভোট গননা জায়গায় যায়। তখন তার সাথে ফোনে কথা হয় তার শ্বাশুড়ির। এরপর পুলিশে তাড়া খেয়ে সবাই কোন দিকে পালিয়ে যায়। তখন থেকে নিখোঁজ ছিল সে। গ্রামের লোকেরা গ্রামে ফিরলে তাদের কাছেও খোঁজ নেন তারা। তবুও নিখোঁজের কথা জানতে পারেনি। ঘটনাটি নিয়ে পরিবারের লোকেরা থানায় অভিযোগ জানাই। চাঁদের স্ত্রী পুস্পা বাউরী জানান, পরিদিন সকালেও তার সাথে কথা বলেন চাঁদ। তবে দুপুরের পর থেকে চাঁদের ফোন বন্ধ থাকায় তিনি আর যোগাযোগ করতে পারেননি। তার দাবী, গননার দিন নিঁখোজের পর তারা প্রতিবেশীদের বাড়িতে ও হাসপাতালে খোঁজ নেন তারা। তবে তাতে তার কোন খোঁজ না পাওয়ায় তারা থানায় নিখোঁজ ডাইরি করেন। এমন ঘটনায় জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে বুদবুদ থানার পুলিশ। এদিকে খুন নাকি অন্যকিছু তা ময়না তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।