|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্তদের স্বস্তি দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনাকে। মস্তিস্কে রক্ত জমাট বেঁধে থাকায় অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁর। এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে থাকতে হয়েছিল মারাদোনাকে।
বুধবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন তাঁর অনুরাগী এবং সাংবাদিকরা।ক্লিনিক থেকে অ্যাম্বুলেন্সে বের হওয়ার সময় মারাদোনা অবশ্য কোনও কথা বলেননি। এখন টাইগ্রে নামক একটি জায়গায় রিহ্যাব চলবে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের।