দূর্গা পূজার ঢাকের কাঠি করতে আর বেশি দেরি নেই!এবারও ধুমধুম করে প্রস্তুতি শুরু হয়ে গেছে

নিজস্ব সংবাদদাতা : দূর্গা পূজার ঢাকের কাঠি করতে আর বেশি দেরি নেই। হাতে ১০০ দিনের কম সময়। এরই মধ্যে বিভিন্ন বিগ বাজারের ক্লাবগুলি তাদের খুঁটিপূজো সম্পন্ন করেছে। সম্পন্ন করেছে প্রস্তুতি শুরু করে দিয়েছে। দুর্গাপুজো হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। গত বছর জমজমাট করে আয়োজন হয়েছিল দুর্গাপুজোর। এবারও ধুমধুম করে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

    দুর্গাপুজোর পাঁচ দিন বাঙালির কাছে এক নস্টালজিয়া। ষষ্ঠীতে দেবীর বোধন দিয়ে শুরু, সপ্তমী থেকে বিভিন্ন প্যান্ডেলে গিয়ে মায়ের প্রতিমা দর্শন করা।

    প্রতিমা দর্শন করতে করতে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, তারপরে ফোন নম্বর আদান-প্রদান পূজো মানেই প্রেম, চুটিয়ে আনন্দ, মন ভরে খাওয়া দাওয়া। যা বাঙালির কাছে এক অদ্ভুত অনুভূতি। এ বছরও আমরা প্রতীক্ষায় রয়েছি মায়ের, মা আসছেন!

    শিলিগুড়ির কুমারটুলিতে চলছে জোড় প্রস্তুতি, মৃৎশিল্পীরা জোর কদমে প্রতিমা তৈরি করছেন।

    জানতে চাওয়া হলে তারা জানান হাতে আর বেশি দেরি নেই তাই জোর কদমে কাজ চলছে। নাওয়া খাওয়া ভুলে তারা কাজের বেড়ে গিয়েছে তাদের। মা যে আসছেন হাতে আর বেশি দেরি নেই।