| |
|---|
দক্ষিণ ২৪ পরগনা:নুরউদ্দিন:সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ফেজারগঞ্জ থানার কলোনী পাড়া এলাকায় একটি খালে দেহ টিকে ভেসে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসীরা।
পরে থানায় খবর দেওয়া হলে ফ্রেজারগঞ্জ কোষ্টাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ টিকে উদ্ধার করে।

তবে এখন ও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন, হয়তো সমুদ্র থেকে কোন ভাবে ভেসে এসেছে।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য পাঠায় কাকদ্বীপ পুলিশ মরগে।
দক্ষিণ ২৪ পরগনা থেকে নুরুদ্দিনের রিপোর্ট!


