|
---|
নতুন গতি প্রতিবেদক: আজ বিশ্ব রক্ত দাতা দিবস। রক্তের বন্ধন মানুষের জীবনকে দীর্ঘায়ু করে, সমাজে ভালোবাসাকে প্রতিষ্ঠিত করে,” আর রক্ত মানুষকে বাঁচায় এবং বন্ধনকে আরো সুদৃঢ় করে। রক্ত দানে কোন জাতপ্রথা ভাগ নেই মানুষ হিসেবে মানুষের জন্য এগিয়ে আসা।
“একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন”
যারা স্বেচ্ছায় রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।
আজ শিশু বিকাশ একাডেমীর” বর্তমান ও পুরাতন ছাত্র ছাত্রীদের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। এই কোভিড পরিস্থিতিতে ব্লাড ব্যাংক রক্ত শূন্য। চারিদিকে চলছে রক্তের হাহাকার। এই বার্তা শিশু বিকাশ একাডেমীর ছাত্র-ছাত্রীদের কানে পৌঁছানো মাত্রই তিন-চার দিনের ব্যবধানে এই মহতী উদ্যোগের আয়োজন করে ফেলে তাঁরা।
আজকের শিবিরে নারী পুরুষ মিলিয়ে মোট ৩২ জন রক্ত দেন। ১৯ জন রক্তদাতা, বয়স ১৮-২০ জীবনের প্রথমবার রক্তদান করে। ছাত্র-ছাত্রীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাতে বিদ্যালয়ের শিক্ষক মুন্সি রাকিব সহ একাধিক অশিক্ষক কর্মী ও রক্ত দান করেন।
বিদ্যালয়ের সম্পাদক মুন্সি আবুল কাশেম জানান, ছাত্র-ছাত্রীদের এই মহতী উদ্যোগে বিদ্যালযয়ের সকলে অত্যন্ত আপ্লুত। আমরা চাই আগামীতেও ছাত্র-ছাত্রীরা সমস্ত রকমের সামাজিক কাজে যুক্ত হোক বিদ্যালয় থেকে সম্পূর্ণরূপে তাদের সহযোগিতা করা হবে।