বিশ্ব রক্তদাতা দিবসে পদযাত্রা ও রক্তদান শিবির প্রত্যাশার

মহিউদ্দীন আহমেদ, বোলপুর: বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান শিবির করে রের্কড গড়লো ইলামবাজারের স্বেচ্ছাসেবী সংস্হা প্রত্যাশা- তোমার আমার সবার। এদিন একটি বেসরকারী অনুষ্ঠান ভবনে মোট ১১৪ জন রক্তদান করলেন। এবং একই রক্তদান শিবির থেকে বোলপুর মহকুমা হাসপাতাল ৫২ ইউনিট ও সিউড়ী জেলা হাসপাতাল ৬২ ইউনিট রক্ত সংগ্রহ করে। যা সচরাচর অন্য কোন রক্তদান শিবিরে হয় না। এদিন প্রায় ৩৫ জন মতো মহিলাও এই রক্তদান শিবিরে রক্তদান করেন। উপস্হিত ছিলেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক ও ওয়েষ্ট বেঙ্গল ভলেনটারি ব্লাড ডোনার ফোরামের কার্যকরী সদস্য নিরুপম সিন্হা, বীরভূম ভলেনটারি ব্লাড ডোর্নাস এ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক রক্তদান আন্দোলনের মুখ নুরুল হক, ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানেজন অফ ইন্ডিয়ার রাজ্য সভপতি কবি ঘোষ, মাড়োয়ারি যুব মঞ্চের রাজ্য কমিটির সদস্য মধু সোমানী, বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যা সমাজকর্মী শিক্ষিকা মনীষা বন্দ্যোপাধ্যায় সহ অনান্য বিশিষ্ট সমাজকর্মীরা। প্রত্যাশার সভাপতি শিক্ষক আব্দুল খালেক মল্লিক বলেন, আমরা বছরে বেশ কয়েকবার রক্তদান শিবির করি। তারমধ্যে বিশ্ব রক্তদান দিবসে নজরকাড়া উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার দুটি হাসপাতালকে একসঙ্গে রক্তের জোগান দিতে পারলাম। তিনি আরো বলেন, ইলামবাজার সহ জেলার বিভিন্ন প্রান্তে মানুষ জরুরী প্রয়োজনে রক্তের জন্য ছুটে বেড়ান। তাই আমরাও বছরে বেশ কয়েকবার রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। বীরভূমের রক্তদান আন্দোলনের কর্মী নুরুল হক বলেন, বিশ্ব রক্তদাতা দিবসের দিন রক্তদাতাদের সম্মান জানাতেই এই দিনটি পালন করা হয়। এদিন সকালে প্র্রত্যাশা রোটারী ক্লাব অব বোলপুর শান্তিনিকেতন, মারোয়ারী সেবা সমিতি ও বীরভূম ভলেনটারি ব্লাড ডোনার এ্যাসোসিয়েশনের সদস্যগণ রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা ও স্বাস্হ্যসম্মত ভাবে কারা রক্তদান করতে পারবেন সে বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। এদিন বীরভূমের রক্তদান আন্দোলনের মুখ নুরুল হক ও আব্দুল খালেক মল্লিককে সংবর্ধনা জানান ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানেজন অফ ইন্ডিয়ার রাজ্য সভপতি কবি ঘোষ।

    উল্লেখ্য, অষ্ট্রিয়ান বায়োলজিষ্ট ও ফিজিসিয়ান কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন উপলক্ষ্যেই এই রক্তদাতা দিবস পালন করা হয়। যিনি ক্লাড ট্রান্সফিউশন পন্হার জনক ছিলেন।