লাগাতার লকডাউনে বিধ্বস্ত মানুষের পাশে WTCP, ইস্টবেঙ্গল ক্লাব ও সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন সোসাইটি

নতুন গতি প্রতিবেদক : করোনা সংক্রমণ রুখতে লকডাউন অনিবার্য। আর লকডাউনের কারণে অসহায় দিন‌ আনা দিন খাওয়া মানুষের রুটি রুজি হারিয়ে অনাহারে দিনযাপন করাটাও অনিবার্য হয়ে পড়ে। এই সব অসহায় নিরন্ন মানুষ যাতে অনাহারে দিনযাপন করতে বাধ্য না হন তার জন্য ইস্টবেঙ্গল ক্লাব এবং সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশনের যৌথ উদ্যোগে we are the common people এর তত্বাবধানে শ্যামবাজার অঞ্চলের মানুষদের রান্না করা খাবার তুলে দিলেন সংগঠনের সদ্যসরা। এই করোনাকালে এই উদ্যোগে খুশি এলাকাবাসী।

    উদ্যোক্তাদের পক্ষ থেকে we are the common people এর সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত বলেন, এই করোনাকালে যেসব মানুষেরা দিন আনে দিন খায় এই পরিস্থিতিতে তাদের খাবার যোগাড় করতে কালঘাম ছুটে যাচ্ছে। মূলত অসংগঠিত ক্ষেত্রের মানুষদের জন্যই এই উদ্যোগ। লক ডাউনের শুরুর দিন থেকে কখনো একক ও যৌথ ভাবে ত্রাণ কার্য চালিয়ে যাচ্ছে we are the common people।

    সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন সোসাইটি এর সম্পাদক শ্রী সঞ্জীব আচার্য্য বলেন, এখানে কেউ সাহায্য দাতা বা সাহায্য গ্রহীতা নন,এই উদ্যোগ নর-নারায়ণের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।