বাঘ ধরতে সহযোগিতাকারীদের বিশেষ সম্মানে ভূষিত করলেন DAFO ও শের

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : দিন কয়েক আগে কুলতলিতে বেশ কয়েক বার বাঘ আসে। মূলত দুইটি জায়গা থেকে দুটি বাঘ ধরতে যে সমস্ত ব্যক্তিরা সহযোগিতা করেছিলেন তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। কুলতলি বিট অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বনদপ্তরের অধিকর্তা DAFO মৃনাল কান্তি মন্ডল, শের নামক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার জয়দীপ কুন্ডু। কোভিড প্রটোকলকে মান্যতা দিয়ে পর্যাপ্ত মাক্স স্যানিটাইজার এর ব্যবহারের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানে শুরু হয়।

    উপস্থিত ছিলেন  দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বনদপ্তরের অধিকর্তা মূণাল কান্তি মন্ডল, রায়দিঘির রেঞ্জার  স্বপন মন্ডল, নলগোরা বিটের বড়বাবু সনত কুমার দেব, ঝড়খালি, পিয়ালী,বনি,রায়দিঘি, ক্যাম্প,কুলতলি বিট,কলস, নলগোড়া সহ একাধিক বিট অফিসের  আধিকারিক সহ কর্মচারী বৃন্দ। বেশ কয়েকবার সুন্দরবন লাগোয়া কুলতলির বিভিন্ন  অঞ্চলে বাঘের আনাগোনা এবং এই বাঘ ধরতে বনদপ্তর কে যথেষ্ট নাকানি-চুবানি খেতে হয়েছিল। তারপরে ও অক্ষত অবস্থায় বাঘকে তারা ধরে। আর এই ধরার কাজে যে সমস্ত আধিকারিক সহ এলাকার মানুষজন সহযোগিতা করেছেন তাদের কে আজ এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ ভাবে সম্বর্ধনা করা হয়েছে। সম্বর্ধনা পেয়ে বাঘের সঙ্গে যুদ্ধ করা মানুষগুলো বেজায় খুশি।