মদ্যপানের প্রতিবাদ তার জেরে ভাঙচুর চালানো হয় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার জালখুরা অগ্রণী ক্লাবে

নিজস্ব প্রতিবেদক:- মদ্যপানের প্রতিবাদ করা হয়েছিল। অভিযোগ, তার জেরে ভাঙচুর চালানো হয় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলার (Mahestala) জালখুরা অগ্রণী ক্লাবে। ক্লাব লক্ষ্য করে ছোড়া হয় রেল লাইনের পাথর। পাল্টা, ক্লাবের সদস্যরাও পাথর ছোড়েন। এই ঘটনায় দু’পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন।ক্লাবের সদস্যদের দাবি, বুধবার রাতে ক্লাব সংলগ্ন রাস্তায় বাইক রেখে মদ্যপান করছিলেন পাশের পাড়ার কয়েকজন যুবক। প্রতিবাদ করা হলে তখনকার মতো, ওই যুবকরা চলে যায়। কিন্তু, পরে আরও কয়েকজনকে নিয়ে তাঁরা ফিরে আসে। ক্লাবে ভাঙচুর চালানো হয়। পাশের রেল লাইন থেকে পাথর নিয়ে, ক্লাব লক্ষ্য করে ছোঁড়া হয়।ক্লাবের সদস্যরাও, পাল্টা পাথর ছোঁড়েন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, বৃহস্পতিবার সকালে পুলিশের সামনেই অভিযুক্তদের পাড়ার এক বিশেষভাবে সক্ষম যুবককে ক্লাবের সদস্য মারধর করে।গোটা ঘটনার জেরে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। রাতের পর সকালেও উত্তেজনা চলে বলেই জানান স্থানীয়রা। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ (Police) মোতায়েন রয়েছে। মারধরের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।প্রসঙ্গত, ময়নাগুড়িকাণ্ডের ছায়া এবার দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ঘুটিয়ারি শরিফে (Ghutiyari Sharif)। নাবালিকাকে উত্যক্ত করা। প্রেমের প্রস্তাব। রাজি না হওয়ায় অ্যাসিড ছোড়ার হুমকি। তারপর বাড়িতে চড়াও হয়ে কটূক্তির অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অপমানে ওই নাবালিকা (Minor) আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। বছর ষোলোর ওই কিশোরী এবার মাধ্যমিক দিয়েছিল। ঘটনায় এক নাবালক-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে। গ্রেফতার করা হয় প্রতিবেশী নাবালক ও তার আত্মীয়কে।