উইমেন্স কলেজ সংলগ্ন এলাকায় বাগবাজার বস্তিতে বিধ্বংসী আগুন

নতুন গতি ওয়েব ডেস্ক: বাগবাজারের বিধ্বংসী আগুন, উইমেন্স কলেজ সংলগ্ন এলাকায় বাগবাজার বস্তিতে বিধ্বংসী আগুন। আরও ইঞ্জিন আসছে। বাগবাজারে বিধ্বংসী আগুন৷ বাগবাজার উইমেন্স কলেজ সংলগ্ন হাজার বস্তি এলাকায় একের পর এক সিলিন্ডার ফেটে আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গিয়েছে৷ ঘটনাস্থলে রয়েছে দমকলের ২০টি ইঞ্জিন৷ আরও ইঞ্জিন আসছে বলেই জানা গিয়েছে৷ উত্তরের হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে৷ অগ্নিকাণ্ডের জেরে লকগেট ব্রিজ ও আশেপাশের রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে৷ সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গিরিশ পার্ক থেকে উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ স্থানীয়রা সংলগ্ন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে৷ প্রয়োজনে দমকল হোজ পাইপে করে গঙ্গা থেকেও জল নিয়ে আগুন নেভানোর কাজ করতে পারবে৷

    আগুনের লেলিহান শিখা জ্বলছে৷ ছবি-আবীর ঘোষাল৷ বস্তির একের পর এক বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার ফাটার আওয়াজ পাওয়া যাচ্ছে৷ ভিতরে অনেক দাহ্য বস্তু থাকায় আগুন আরও ব্যাপক আকার ধারণ করার সম্ভাবনা রয়েই যাচ্ছে৷ দ্রুত আগুন নেভাতে না-পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে৷ কিন্ত এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ যদিও হতাহতের খবর নেই কোনও৷ দমকল আসতে দেরি করায় স্থানীয়রা বিক্ষোভ দেখায় শ্যামপুকুর থানার পুলিশকে৷ দমকল থেকে জানানো হয়েছে যে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তাদের কাছে প্রথম ফোন যায়৷ এরপরই ইঞ্জিন পাঠানোর কাজ শুরু করেন তারা৷ ফোনে বলেছেন যে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে৷ ঠিক কী কারণে এদিন সন্ধ্যায় আগুন লেগেছে তা এখনও জানা যায়নি৷ উদ্বোধন মঠ ও মায়ের বাড়ির একাংশেও আগুনের লেলিহান শিখা স্পর্শ করেছে বলে খবর৷ বস্তিটি প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ণ হয়ে গিয়েছে বলেই জানা যায়।