দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলির এক উচ্চ বিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস

হাসান লস্কর, নতুন গতি, কুলতলি : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলির কাঁটামারী চূড়ামণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ আদিবাসী দিবস পালিত হল । আদিবাসী সমাজের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতিটি জেলায় জেলায় পালিত হল আদিবাসী দিবস। এমন চিত্র দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি বিধানসভার দেউলবাড়ী অঞ্চল যে খানে সব চেয়ে বেশি সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের বাস।

     

    আজ এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল, স্কুলের প্রধান শিক্ষক এলাকা স্বাস্থ্যকর্মী থেকে সমাজসেবকরা । বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল বলেন পিছিয়ে পড়া এই সমাজের উন্নতি সাধনে নিজেদের কে ব্রতী হওয়ার আহ্বান জানান । আজ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এদের ন্যায্য অধিকার দাবিতে আদিবাসী দিবস পালিত হল। বিভিন্ন কর্মকাণ্ডে আদিবাসী ছাত্র-ছাত্রী তথা যুবকরা যেভাবে এগিয়ে যাচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের জনহিতকর কাজের জন্য। আগামী দিন গুলিতে আমাদের চলার পথের পাথেয় এমনি বার্তা দিলেন।

     

    আদিবাসী ভাই বোনেরা তাদের আদিবাসী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ও স্কুলের প্রধান শিক্ষক তার সংক্ষিপ্ত ভাষণে আদিবাসীদের প্রসঙ্গে কিছু সমস্যাগুলি উত্থাপন করেন। আগামী দিনে মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য আদিবাসী সম্প্রদায় কে আরো অধিক সংখ্যক ছাত্র ছাত্রীদের শিক্ষার আলোকে নিয়ে আসা এবং এই সম্প্রদায়ের মধ্যে অল্প বয়সে বাল্যবিবাহ থেকে ও বিভিন্ন অসামাজিক কাজ থেকে আগামী দিনগুলিতে মূলস্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে আজ এই আদিবাসী দিবস সার্থক রূপ দেবে এমনই আশা করেন।