স্বাধীনতা দিবস পতাকা উত্তলোন করেন অলবেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়েশন

সংবাদদাতা : আজ ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হুগলির বৈদ্যবাটির ভাই ভাই সংঙ্ঘের ক্লাবে পতাকা উত্তলোন করলেন অলবেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না ও ক্লাব সম্পাদক সেখ সিরাজ। জনগনের উদ্দেশ্যে বক্তব্যে আবু আফজাল জিন্না বলেন- দেশ স্বাধীনতা পেয়েছে আমাদের পূর্ব পূরুষদের টন টন রক্তের বিনিময়ে। ভগত সিং ক্ষুদিরাম বসুমাতঙ্গিনি হাজরা রা যেমন জীবন দিয়েছে পাশাপাশি মহাম্মদ আলি, শওকত আলি, মুজাহিদ জাফর থানেশ্বরি,হাজার হাজার উলামায়েকরামগন। জাতীয় পতাকার রুপকার ছিলেন একজন মুসলিম নারী সুরাইয়া বদরুদ্দিন তাইয়েবজি।বৃটিশ পতাকা ছিনিয়ে প্রথম লালকেল্লায় উড়ায় কর্নেল সাহনাওয়াজ খান। আজ নতুন প্রজন্ম এই ইতিহাস ভুলে গিয়েছে বৃটিশদের বিরুদ্ধে দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা দেখিয়ে হাজার হাজার উলামায়েকরামগন শহীদ হয়েছে। দেশের ভালোবাসায় কোন অংশেই কম ছিল না উলামায়েকরামগন। বীর শহীদ দের আত্বার শান্তি কামনা করা হয়। প্রার্থনা করা হয় এক নতুন সূর্যের উদয় হোক করোনামুক্ত। সব ধর্মের মানুষ যেমন মিলেমিশে আছে তেমন যেন আগামীতেও মিলেমিশে থাকে। স্বাস্থবিধি মেনে সরকারি নির্দেশ অনুযায়ী লোকসমাগম করা হয়েছে।