|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া; শান্তিপুর শহরের 22 নম্বর ওয়ার্ডের শান্তিগড় কলোনির, বিলের ধারে পরপর দুটি পাটকাঠির গাদায় আগুনের ঝলকে ঘুম ভাঙ্গে এলাকাবাসীর। গতকাল রাত প্রায় দুটো নাগাদ, অনন্ত স্বর্ণকার এবং দয়াল সরকারের বাড়ির পাশে রাখা পাটকাটির স্তুপে দাও দাও করে আগুন জ্বলে ওঠে প্রায়একই সময়ে। তড়িঘড়ি এলাকাবাসী পাশের একটি পুকুর এবং জলের কল থেকে জল নিয়ে দীর্ঘ আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ বিষয়ে দয়াল সরকার জানান পাশেই বাধা ছিল তার পোষ্য তিনটি গরু ছটফট করে ধরে ফেলে মূলত তাদের ডাকেই ঘুম ভাঙ্গে পরিবারের সদস্যদের। এ বিষয়ে এলাকায় তার কোনো শত্রু নেই বলেই অভিমত পোষণ করেন।
অপর একজন অনন্ত স্বর্ণকার জানান তারা তৃণমূলের সমর্থক! তবে রাজনৈতিক শত্রুতা কিনা তা বলা যাচ্ছে না। তবে এ ব্যাপারে প্রশাসনের অবহতির জন্য শান্তিপুর থানায় একটি লিখিত আবেদন জমা করবেন। এবং তারা আশাবাদী এ ব্যাপারে মূল দুষ্কৃতীদের খুঁজে বের করতে পারবে পুলিশ।