রাস্তা সম্প্রসারণের কাজে সহায়তা করে , দোকান বন্ধ রেখেছিলেন যারা আজ তারাই ব্রাত্য! নেপয় দই মারার চেষ্টা অন্যদের

 

    নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া;রাতের অন্ধকারে দোকান ঘর তৈরি করে সরকারি জায়গা বেদখলের অভিযোগ, ওই এলাকার আশেপাশে কিছু যুবকের বিরুদ্ধে। ওই জায়গা অধিকার আমাদের দাবি তুলে দোকানঘর ভাঙচুর কয়েকজন পুরনো দোকানদারের।সরকারি জায়গা কখনো এই ভাবে দখল করা যায় না, আমরা যত যত ব্যবস্থা নেব দাবি প্রাণিসম্পদ দপ্তর এর। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের ফুলিয়া এলাকায়।সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের একটি জায়গা রয়েছে। অভিযোগ গতকাল রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ওই পানিসম্পদের জায়গাটিতে কয়েক জন এলাকাবাসী হঠাৎ দোকান ঘর তৈরি করে জায়গাটি দখলের চেষ্টা করেন।৩৫ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ হওয়ার কারণে এর আগে যারা সেখানে দোকান করেছিলেন তাদের তুলে দেওয়া হয়। প্রায় ১৫ জনকে । ওই দোকানদারের দাবি ওখানে যদি কেউ দোকান করে থাকে সেই অধিকার আমাদের রয়েছে। কারণ ওই দোকানগুলো ছিল আমাদের একমাত্র সম্বল। আমরা একাধিকবার এই নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি কিন্তু আমরা কোন জায়গা ফিরে পাই নি। হঠাৎ ওই বেদখল দোকান ঘর গুলি দেখতে পেরে তারা সকালে দোকান ঘর গুলি ভাঙচুর করে। এ বিষয়ে প্রাণিসম্পদ দপ্তর এর দাবি,আমরা এখনই দেখতে পারলাম কে বা কারা রাতের অন্ধকারের ওই ঘর গুলি তৈরি করেছে।উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা যথাযথ ব্যবস্থা নেবে। এইভাবে কেউ সরকারি জায়গা দখল করে রাখতে পারেনা।