বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ১০০ বছর জন্মদিবস পূর্তি উপলক্ষে বিএসএফের উদ্যোগে একটি মৈত্রী সাইকেল রেলি

 

    নতুন গতি,মালদা ১৭ জানুয়ারি : দেশভাগ হলেও দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে। বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ১০০ বছর জন্মদিবস পূর্তি উপলক্ষে বিএসএফের উদ্যোগে একটি মৈত্রী সাইকেল রেলির আয়োজন করা হয়।
    ১০ ডিসেম্বর বিজিবি এবং বিএসএফের ১৩ জনের একটি দল পানিতর বিওপি থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু হয়।এই যাত্রা আজ এসে পৌছালো মালদহের হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে ৪৪ নম্বর ব্যাটেলিয়ান থেকে আজ ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানে এসে পৌছালো এখানে তাদের জন্য সম্বর্ধনা দেওয়া হয় ক্যাম্পে মৈত্রী সাইকেলে রেলিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় পরে সেখান থেকে ১৫৯ নং ব্যাটেলিয়ানের পক্ষ থেকে তাদের পৌছানো হলো কেডারি পাড়া বিওপিতে পৌঁছানো হয়।এখনো পর্যন্ত তাদের সাইকেল রেলি প্রায় ৯০০ কিলো মিটার পথ অতিক্রম করলেন।১৭ মার্চ পর্যন্ত চলবে এই মৈত্রী সাইকেল রেলি। শেষ হবে মিজোরামে।উপস্থিত ছিলেন, বিএসএফের ডিআইজি সঞ্জয় গৌড়, শ্রী এইচ এন জোশি কোমান্ডেন্ট, টু আই,সি শ্রী প্রমোদ আগারওয়াল, শ্রী সনাতন মন্ডল ডিসি, এছারাও ৪৪নং ব্যাটেলিয়ান, শ্রী এচ এস বেদী সহ বিএসএফের জওয়ানরা