ভারতের সাথে ব্যবসা করতে আগ্রহ দেখালেন পাকিস্তানের সেরা ব্যবসায়ী মিয়াঁ মহম্মদ মানশা

নতুন গতি নিউজ ডেস্ক: “পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক করে নেওয়া খুবই জরুরি” এমনই অবাক করে দেওয়া মন্তব্য করলেন পাকিস্তানের সেরা বিজনেস গ্রুপ নিশাত কনগ্লোমারেটের প্রধান মিয়াঁ মহম্মদ মানশা।

    তিনি বলেন “আমি মনে করি পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক করে নেওয়া খুবই জরুরি। দু’দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন সব ক্ষেত্রেই নতুন করে শুরু হওয়া দরকার। ভারত এবং চিনের মধ্যেও সীমান্ত নিয়ে টানাপোড়েন রয়েছে। তা সত্ত্বেও চিন থেকে অনেক পণ্য আমদানি করে ভারত। তাহলে ভারত-পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক থেমে থাকবে কেন?”

    তিনি আরো বলেন “আমি একজন ব্যবসায়ী। যদি ভারত থেকে কম খরচে আমদানি করা যায়, তাহলে কেন বেশি ব্যয় করে অন্য দেশ থেকে পণ্য আমদানি করব কেন?”