|
---|
লু তুব আলি : শিশু সাহিত্য চর্চায় দিশা দেখাচ্ছে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ। রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায় চৌধুরী প্রমুখ বরেণ্য সাহিত্যিকদের মৃত্যুর অব্যবহিত পর শিশুসাহিত্যে এক সংকট তৈরি হয়। এই সংকটের মোকাবেলা করতে ১৯৬২ সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের রূপকার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের আর্থিক আনুকূল্যে কলকাতার মার্বেল প্যালেসের এক ঝাঁক সাহিত্যিকদের উপস্থিতিতে এক ঐতিহাসিক সম্মেলনের মধ্য দিয়ে তৈরি হয় নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মৌমাছি ছদ্ম নামে খ্যাত বিমল ঘোষ, স্বপনবুড়ো খ্যাত অখিল নিয়োগী, ধীরেন্দ্রনাথ লাল ধর, ক্ষিতিন্দ্র নারায়ন ভট্টাচার্য্য, খগেন্দ্রনাথ মিত্র, যোগেন্দ্র গুপ্ত প্রমুখ। এছাড়াও তেলেগু ভাষার বিশিষ্ট কবিরা, কাশ্মীরি ভাষার লেখক গোলাম রসুল নাজকি, মালালায়াম ভাষার কে. জি মে ঠু লাল, কানারি ভাষার লেখিকা আশালতা আয়ংগার, পাঞ্জাবি ভাষা ভগবন্ত জে.সিং, উর্দু ভাষার লেখিকা মুজিহার ফতেমা প্রমুখ। মার্বেল প্যালেসের এই সর্বভারতীয় সম্মেলন হওয়ার পর সমগ্র ভারতে শিশু সাহিত্য চর্চা প্রসারিত হয় বলে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ এর সর্বভারতীয় স্তরে সংগঠকদের অভিমত।