|
---|
সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-করোনা সংক্রমণের পর্যাপ্ত টেষ্ট করা, চিকিৎসক,নার্স,স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য-আধিকারিকদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে পিপিই ও এন ৯৫ মাস্ক সরবরাহ ,রেশন বন্টনে শাকসদল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও দলবাজী রোধ, সমস্ত দরিদ্র মানুষকে পর্যাপ্ত রেশন সরবরাহ,পরিযায়ী শ্রমিক দের আর্থিক সাহায্য সহমোট ১২ দফা দাবীতে মঙ্গলবার খড়্গপুরের মহকুমা শাসককে বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে মহকুমাস্তরীয় দেওয়া হয়। মহকুমা শাসক বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
এই কর্মসূচীতে বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষে বিপ্লব ভট্ট ,অনিত মন্ডল,সবুজ ঘোড়াই, মহঃ ইসাক, স্মৃতিকণা দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।