|
---|
খবরের জেরে বিপ্লবী প্রফুল্ল চাকির নাতনির পাশে দাঁড়ালো একটি সংস্থা
পল মৈত্র,নতুন গতি,দক্ষিণ দিনাজপুরঃ খবরের জেরে বিপ্লবী প্রফুল্ল চাকির নাতনি মাধবী তালুকদারের পাশে দাঁড়ালো হোয়াইট এগলস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিশিষ্ট সাংবাদিক চয়ন হোরের হাত দিয়ে মাধবী দেবীর হাতে তুলে দেওয়া হলো এক মাসের খাদ্য সরঞ্জাম।লকডাউনের মাঝে স্বেচ্ছাসেবী সংস্থার কাছে থেকে সাহায্য পেয়ে খুশি মাধবী দেবী। উল্লেখ্য গত কয়েকদিন আগে লকডাউনের মাঝে অর্থহারে দিন কাটছিল বিপ্লবী প্রফুল্ল চাকির নাতনি মাধবী তালুকদার। এমন খবর প্রকাশিত হবার পরেই মাধবী দেবীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংস্থা গুলি। সেই মতো এদিন হোয়াইট এগলস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তফর থেকে মাধবী দেবীর হাতে তুলে দেওয়া হলো খাদ্যসামগ্রী। এদিন এই খাদ্যসামগ্রী তুলে দেন গঙ্গারামপুরের বিশিষ্ট সাংবাদিক চয়ন হোর