BREAKING: ভোটের দিন ঘোষণার আগেই আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

নতুন গতি ওয়েব ডেস্ক: সামনে ২০২১ বিধানসভা ভোট, আর এর মধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। ভোটের দিন ঘোষণার আগেই আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের নিরাপত্তার কথা ভেবেই দ্রুত এই সিদ্ধান্ত। প্রাথমিকভাবে রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মোতায়েন করা হবে বর্ধমান, হাওড়া, হুগলি, বিধাননগরে। কলকাতায় থাকবে তিন কোম্পানি।

    প্রতিবারের মতোই নির্বাচন এগিয়ে আসা মানেই সামনে আসে নিরাপত্তার প্রশ্ন। ভোটের আগে রাস্তাঘাট ভালো করে চিনে নিতে, ও মানুষের মন থেকে ভয় দূর করতে বিভিন্ন এলাকা ভাগ করে চলবে এই রুট মার্চ। কিন্তু বর্তমান পরিস্থিতি অন্যবারের থেকে আলাদা। কারণ করোনার হাত থেকে এখনও মুক্ত হতে পারেনি রাজ্য।

    তাই সেকথা মাথায় রেখে কিছুটা হলেও উদ্বেগে কেন্দ্র সরকার। কোভিড নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনীর থাকা, খাওয়ার ব্যবস্থা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমমন্ত্রকের তরফে রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে। জানা গেছে রাজ্যে আসার পরের দিনই এলাকায় রুট মার্চ শুরু করে দিতে চায় কেন্দ্রীয় বাহিনী।