মেমারী পৌরসভার তহবিল থেকে ১৬টি ওয়ার্ডে বয়স্ক ও বিধবাদের ভাতা প্রদান করা হয়

নূর আহমেদ, মেমারি, পূর্ব বর্ধমান :  ১৯ ফেব্রুয়ারী, শুক্রবার, মেমারী পৌরসভার নিজস্ব তহবিল থেকে পৌরসভার ১৬টি ওয়ার্ডের ১১১জন বয়স্ক ও বিধবা দের ভাতা প্রদান করা হলো। প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে মেমারি পৌরসভার নিজস্ব পুরাতন তহবিল থেকে বলে জানান মেমারি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তথা বর্তমান প্রশাসক স্বপন বিষয়ী। এদিন মেমারী পূরাতন বাসস্ট্যান্ড চত্তরে আয়োজী ভাতা প্রদান মঞ্চ থেকে প্রাপ্য দের হাতে ব্যঙ্কের পাস বই তুলে দেওয়া হয়। এদিন মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, সহ প্রসাশক তথা জেলা তৃনমুলের সাধারন সম্পাদক সুপ্রিয় সামন্ত এবং বর্ধমান পৌরসভার বিদায়ী কাউন্সিলর তথা জেলা তৃনমের সাধারন সম্পাদক খোকন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী বলেন ২০১১সালের নভেম্বর থেকে মেমারী পৌরসভা ১৮ই ফেব্রুয়ারী ২০২১ পর্যন্ত ১কোটি ৭লক্ষ ৭০ হাজার ১৫৮টাকা ভাতা প্রদান করেছে।

    পৌরসভার এই ভাতা প্রদান কে কটাক্ষ করেছে বিরোধীরা। যুব কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের মুখে দাঁড়িয়ে মানুষকে ভাওতা দেওয়ার জন্য এই ধরনের কর্মপ্রক্রিয়া করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত মেমারি পৌরসভা।
    অপরদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়, ভোট কেনার জন্য দান-খয়রাতী করতে বসেছে মেমারি পৌরসভা প্রসাশক। স্বাভাবিকভাবে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, অভিযোগ, পাল্টা অভিযোগে ক্রমশ সরগরম হচ্ছে বঙ্গ-রাজনিতি।