|
---|
ইলিয়াস মল্লিক; হাওড়া: গত ২৮শে এপ্রিল রবিবারের সন্ধ্যায় ফুরফুরা শরীফের আলা হযরত বড় পীর (র:) কতৃক প্রতিষ্ঠিত মুন্সিরহাটের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, মুন্সিরহাট ইসলামিয়া মাদ্রাসা ও হিফজুল কোরানের দস্তারবন্দি অনুষ্ঠান সমাপ্তি হল।
পবিত্র কোরান পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ছোটদের সুমধুর কণ্ঠে কেরাত ও গজল পাঠে আনুষ্ঠানিক পরিবেশ সুশোভিত হয়ে ওঠে।
ঐদিন দস্তারবন্দি অনুষ্ঠানে মকসুদ বেগকে হাফিজে কুরান হওয়ার কারনে পাগড়ী প্রদান করে তাকে সম্মান জ্ঞাপন করেন মুফতি ওয়াসিম বারি সাহেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসা কমিটির সদস্য আখতার মৌলানা সাহেব, জামাল মল্লিক, হাজি নুরুল ইসলাম মল্লিক ও মাদ্রাসার সম্পাদক হাফেজ নিজাম মল্লিক সাহেব। উল্লেখযোগ্য ভাবে ওই অনুষ্ঠানে দ্বীনী ক্যুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়।