|
---|
নিজস্ব সংবাদদাতা; বীরভূম: তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বর্তমানে ইনি যাদবপুরের বিজেপি প্রার্থী। হ্যাঁ, ইনিই অনুপম হাজরা। এই অনুপম হঠাৎই দেখা করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সাথে। সাথে সৌজন্যমূলক ভাবে পা ছুঁয়ে প্রণামও সেরেছেন। এণনকি, দুজনকে কোলাকুলিও সারতে দেখা গিয়েছে। অনুব্রত বলেন, বিজেপিকে গিয়ে অনুপম ভুল করেছে। অনুপম চাইলে, মমতা ব্যানার্জীর সাথে কথা বলে আবারও তাকে তৃণমূলে ফিরিয়ে আনা হবে।
তবে যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা বলেন, এটি কেবলই সৌজন্য সাক্ষাতকার। এদিন অনুপম সহ অনুপমের দেহ রক্ষীরা অনুব্রতর অনুরোধে মধ্যাহ্নভোজ সারেন।