|
---|
নিজস্ব সংবাদদাতা: রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে চালসা নাগরাকাটা রেললাইনের পিলারের কাছে ট্রেনের সামনে একটি হাতি চলে আসে। হাতিটি রেললাইন পারাপারের চেষ্টা করছিল। রেললাইনে হাতিটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষেন চালক এস বড়ুয়া ও সি কে মিশ্রা। হাতিটি সেখান থেকে ধীরে ধীরে জঙ্গলে চলে যাওয়ার পর ট্রেনটি ফের নিজস্ব ছন্দে চলা শুরু করে।
ডুয়ার্সের এই রেললাইনের ওপর চাপড়ামারি বন থেকে একাধিকবার হাতি চলে এসেছে। যদিও গত কয়েক মাসে কোনও দুর্ঘটনা ঘটেনি। রেলের চালকদের এই ধরনের সাবধানতার জন্য খুশি পরিবেশপ্রেমীরা।এই নিয়ে গত এক সপ্তাহে দুবার চালকের তৎপরতায় প্রান বাচল হাতির।বার বার হাতির এইভাবে রেললাইনে চলে আসায় চিন্তায় রেল দপ্তরের কর্মীরা। এইভাবে হাতি চলাচল করলে যেকোন সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।