শতাব্দী বীরভূমে হারছে ফেসবুক পোস্টে দাবি সিপিআইএম প্রার্থী রেজাউল করিমের

 

    নতুন গতি নিউজ ডেক্স: বীরভূম জেলার দু বারের সাংসদ শতাব্দী রায় এবার বীরভূম জেলায় হারছে এমনটাই দাবি করলেন বীরভূমের সিপিএম প্রার্থী ডাক্তার রেজাউল করিম। ফেসবুকে একটি ওপেন পোস্ট করেছেন তিনি সেখানে লেখা আছে”শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল” । তাছাড়া তিনি নির্বাচন কমিশনের কাছে বীরভূমের বেশ কয়েকটি বুথের ছাপ্পা ভোটের ব্যাপারে অভিযোগ জানিয়েছেন।

    294 বিধানসভা কেন্দ্রের
    মহুরাপুর জি পি,হরিণডুবা বুথ,রাজগ্ৰাম জি পি, সন্তোষপুর বুথ, TMC ছাপ্পাবাজি করেছে বলে তিনি দাবি করেছেন। নলহাটির 42,44 ও 45 নম্বর বুথে নাকি জালিয়াতি হয়েছে।হাঁসন বিধানসভার 156 নং বুথে সাধারণ ভোটার দের ভোটার কার্ড নিয়ে তৃণমূল নিজেরাই ভোট দিয়েছে প্রিসাইডিং অফিসারের মদতে বেশ কয়েকটি দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে তিনি নালিশ জানাতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে।