বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়

রাহুল রায়, পূর্ব বর্ধমান: ২৯শে এপ্রিল লোকসভা ভোট কে কেন্দ্র করে যখন বিভিন্ন জায়গায় গন্ডোগলের তাপ-উত্তাপ ছড়িয়ে পড়ার খবর আসছে, তখন বিপরিত ভাবে কোনরূপ আশান্ত পরিবেশ সৃষ্ট না হয়ে বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম জুনিয়ার বেশিক স্কুলের দুটি বুথে সম্পূর্ন নির্বিঘ্নে পরিসমাপ্ত হল ভোট গ্রহন পর্ব। কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম জুনিয়ার বেশিক স্কুলের ২৭০/২৬০,২৭০/২৬১ বুথে সকাল ৭টা থেকে ভোট গ্রহন পর্ব শুরু হয়।

     

    সকাল থেকেই ভোটের লাইনে ছিল মানুষের ঢল।তীব্র দাবদাহ কে উপেক্ষা করে ভোটের লাইনে ছিল মানুষের দীর্ঘ লাইন। বেলা যত বেড়েছে মানুষের ঢলও তত বেড়েছে। উৎসবের মেজাজেই ভোট দিয়েছে এখানকার প্রতিটি সাধারন মানুষ। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এখানে মোট ভোটারের সংখ্যা ১,৪০০ জন, ভোট দিয়েছে ১,২১০ প্রায় ৮৫% এর ওপর। ভোটকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছিল।